Recent in Fashion

৫০+ সেরা ইসলামিক স্ট্যাটাস

 

আসসালামু আলাইকুম, ৫০+ সেরা ইসলামিক স্ট্যাটাস সংগ্রহে আপনাকে স্বাগতম। এখানে শেয়ার করা ইসলামিক বানী আপনার সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডদের সাথে শেয়ার করার মাধ্যমে ইসলামিক কাজে অনুপ্রেরণা জোগাবে। আমরা আপনাদের সাথে সেরা কিছু ইসলামিক স্ট্যাটাস, ক্যাপশন এবং উক্তি শেয়ার করতে পেরেছি বিধায় নিজেকে ভাগ্যবান মনে করছি। কারণ এই উছিলায় হয়তো আল্লাহ আমাকেও ভালো কাজের অংশিদার করে নিতে পারেন।

প্রবাদ আছে সৎ সঙ্গে সর্গবাস এবং অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি যদি ভালো মানুষের সাথে চলেন তাহলে সেই ভালো মানুষের কিছু প্রভাব আপনার উপর পড়বে। এতেকরে আপনি নিজের অজান্তেই খারাপ কাজ ছেড়ে ভালো কাজের দিকে অনুপ্রাণিত হবেন। ঠিক সেই রকম আপনি বিভিন্ন ধরনের আজে বাজে স্ট্যাটাস ফেসবুকে শেয়ার না করে ইসলামিক স্ট্যাটাস শেয়ার করলে এক দিকে যেমন আপনি ধর্মীয় কাজ করতে আগ্রহী হবেন, অন্যদিকে আপনার শোশ্যাল মিডিয়া অনুসারিরাও ইসলামিক কাজ করতে আগ্রহী হবে।

এখানে আমরা ৫০+ সেরা ইসলামিক স্ট্যাটাস, ইসলামিক ক্যাপশন, ইসলামিক উক্তি সহ অসংখ্য ইসলামিক বাণী সম্বলিত ইসলামিক পিকচার তৈরি করেছি। কাজেই আপনি ইসলামিক স্ট্যাটাস লেখা হিসেবে দেওয়ার পাশপাশাপাশি ইসলামিক স্ট্যাটাস ছবি হিসেবেও বিভিন্ন শোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। সুতরাং ফেসবুকে ইউজার এজ্ঞেজমেন্ট বৃদ্ধি করতেও এই পোস্টটি আপনার জন্য বেশ কাজে আসবে।

ফেসবুক স্ট্যাটাস পড়ুন—

ইসলামিক স্ট্যাটাস

ইসলাম আল্লাহ মনোনীত সর্ব উত্তম ধর্ম। একজন মুসলিমকে কি করতে হবে এবং কি কি কাজ থেকে বিরত থাকতে হবে তার সবকিছু কোরআন ও হাদিয়ে বর্ণনা করা হয়েছে। আর আমরা কোরআন এবং হাদিসের আলোকে এখানে ৫০টি ইসলামিক স্ট্যাটাস শেয়ার করেছি। এই ইসলামিক স্ট্যাটাসগুলো আপনাকে ধর্মীয় কাজে উৎসাহ জোগাবে। সুতরা নিচের অংশ হতে ইসলামিক স্ট্যাটাস পড়তে থাকুন—

ইসলামিক স্ট্যাটাস
COPY
রাসূল সাঃ বলেছেন, আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের দ্বারপ্রান্তে একটি বাড়ির প্রতিশ্রুতি দিচ্ছি, যে সঠিক হওয়া সত্ত্বেও তর্কে লিপ্ত হয় না।
COPY
কোনো এক রাতে কুরআনুল কারীমের অক্ষরগুলো উঠিয়ে নেয়া হবে। সকালে মানুষ কোরআন খুলে দেখবে পৃষ্ঠাগুলো খালি পড়ে আছে, কালির একটি অক্ষরও নেই সেখানে।
COPY
যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে তাদের জন্য কষ্টকর সকল কাজগুলোই সহজ হয়ে যায়, যখন তারা জানেন যে আল্লাহ তাদেরকে শুনছেন।
COPY
রাসূল সাঃ বলেন, যদি কারো উপর কোনো কষ্ট আসে, আল্লাহ তাআলা এর কারণে তার গুনাহসমূহ ঝরিয়ে দেন, যেমন ভাবে গাছ থেকে পাতা ঝরে পরে। [সহিত বুখারী ৫৬৮৪]
COPY
আমাদের দরকার ছিল যাকাতের অংক শেখা। কিন্তু শেখানো হয়েছে সুদের অংক! তাই আমরা সুদের হিসাব বুঝি কিন্তু যাকাতের হিসাব বুঝি না!!!
ইসলামিক স্ট্যাটাস
COPY
এক ব্যক্তি নবী(স) কে বললেন, আমাকে উপদেশ দিন। তিনি তাকে বললেন, রাগ করোনা। এভাবে তিনি কয়েকবার উপদেশ চাইলেন। আর নবী (স) বললেন, রাগ করোনা।
COPY
যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে না, তখন এতটুকু মনে রাখুন আল্লাহ্ আপনাকে বুঝেন।
COPY
আপনি যেদিন উপলব্ধি করবেন ইসলামের জন্য কী বিশাল পরিমাণ কাজ করা প্রয়োজন অথচ হাতে কতটা কম সময় রয়েছে, সেদিন বুঝতে পারবেন ছুটির দিন কাটানোর মতো কোন সময় নেই।
COPY
আল্লাহর প্রতি আপনার ভালোবাসা যতই বৃদ্ধি পেতে থাকবে, দুনিয়ার প্রতি আপনার ভালোবাসা ততোই কমতে থাকবে।
COPY
পাঁচটি ঘটনার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যবান মনে করবেঃ তোমার বৃদ্ধ বয়সের পূর্বে তোমার যৌবনকে, ব্যাধির পূর্বে স্বাস্থ্যকে, দরিদ্রতার পূবে সচ্ছলতাকে, কর্মব্যস্ততার পূর্বে অবসরকে এবং মৃত্যুর পুর্বে জীবনকে।

ইমোশনাল ইসলামিক স্ট্যাটাস

ইমোশনাল ইসলামিক স্ট্যাটাস
COPY
নিশ্চয়ই একজন লোকের কোন কাজ ছাড়া অযথা বসে থাকা দেখতে আমি ঘৃণা করি, যখন সে দুনিয়ার জীবনের জন্য কোন কাজ করছে না, এমনকি আখিরাতের জন্যও কিছু করছে না।
COPY
যখন তুমি দেখবে, নামাজের মধ্যে তোমার অন্তর উপস্থিত থাকছে না। তখন বুঝে নেবে, এটা ইমানের দূর্বলতার কারণ। নিজের ঈমানকে মজবুত করার জন্য কঠোর পরিশ্রম করো।
COPY
মানুষের খারাপ দিক খোঁজা বন্ধ করুন, তাদের ভুলগুলো সহজভাবে গ্রহণ করুন, তাদের সাথে ধৈর্যশীল হোন, পরিষ্কার একটি হৃদয়ের জন্য সংগ্রাম করুন এবং তাদের ভেতরের ভালটা দেখুন৷
COPY
আখিরাত ও দুনিয়া একসাথে অর্জন করতে কুরআন ও সুন্নাহ্ ব্যতীত অন্য কোন পথ নেই। যদিও মনে হবে দুনিয়া অপূর্ণই থেকে যাচ্ছে।
COPY
যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছো, তবে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতিবছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের অপেক্ষায়। তুমি জান্নাত চেয়েও না বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায়।
ইমোশনাল ইসলামিক স্ট্যাটাস
COPY
রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়।
COPY
প্রতিদিন সকাল বেলা দুজন ফেরেশতা অবতরণ করেন। অতঃপর দুজনের একজন বলেন- হে আল্লাহ আপনি দানকারীকে অনুরূপ প্রতিদান দিন। অন্য জন বলেন- হে আল্লাহ , আপনি কৃপনের মাল ধ্বংস করুন।
COPY
যখন তোমার জীবনের উপর আঘাত আসবে, ইসলাম দিয়ে তা প্রতিহত কর। আর যখন ইসলামের উপর আঘাত আসবে, তোমার জীবন দিয়ে তা প্রতিহত কর। [হযরত আলী রাঃ]
COPY
আল্লাহ তায়ালা বলেন- তুমি ঐ দিনকে ভয় করো, যে দিন তোমার মুখে তালা লাগিয়ে দেয়া হবে আর তোমার হাত পা তোমার ক্রিত কর্মের সাক্ষী দিবে।
COPY
একটি মশার ভয়ে যদি আপনি মসারীর ভিতরে ঢুকতে পারেন, তাহলে দোযখের আগুনের ভয়ে কেন মসজিদে যেতে পারবেন না।

নামাজ নিয়ে ইসলামিক স্ট্যাটাস

নামাজ নিয়ে ইসলামিক স্ট্যাটাস
COPY
রাসুলে পাক (সা:) বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের উপর সর্বপ্রথম নামাজ ফরজ করেছেন এবং কেয়ামতের দিন সবার আগে নামাজের হিসাব নেয়া হবে।
COPY
মানুষ নামাজে দাড়ালে তার জন্য বেহেশতের দরজা খুলে যায় এবং আল্লাহতায়ালা ও নামাজিদের মধ্যে কোন পর্দা থাকে না।
COPY
যদি কাঁদতে চাও, তবে নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদ, কারণ তোমার চোখের পানির মূল্য কেউ না দিলেও, আল্লাহ তোমার প্রতি ফোঁটা অশ্রুর অনেক মূল্য দেবেন।
COPY
মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয়,সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার প্রতি কদমে আল্লাহ একটি নেকী দান করেন এবং একটি করে গোনাহ মোচন করেন।
COPY
মাটির দেহ নিয়ে কখনো করিওনা বড়াই, দুচোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই, যাকে তুমি আপন ভাবো সে ভাবে পর, আপন হবে নামাজ-রোজা অন্ধকার কবর।
নামাজ নিয়ে ইসলামিক স্ট্যাটাস
COPY
নামাজ সব সমস্যার সমধান। নামাজ সব রোগের প্রধানওষুধ। নামাজ নিজে পড়ুন। অন্যকে পড়ার জন্য তাগিদ দিন। নামাজই আপনার আসল ইনকাম। নামাজ বেহেস্তের চাবি।
COPY
আমিই আল্লাহ্‌, আমি ব্যতীত কোন ইলাহ নেই। অতএব আমার এবাদত কর এবং আমার স্মরণার্থে নামায কায়েম কর। [আল-কোরআন]
COPY
কোন ব্যক্তি যখন নামাজে দাড়ায় তখন আল্লাহপাক তার দিকে পূর্ণ মনোযোগ দেন। আর যখন সে নামাজ থেকে সরে যায়, তখন আল্লাহও মনোযোগ সরিয়ে নেন।
COPY
আমি জান্নাতের চেয়ে নামাজকে বেশি ভালোবাসি। কারণ জান্নাতের সুখ আমার নিজের জন্য আর নামাজ আমার মহান রাব্বুল আলামীনের সন্তুষ্টি জন্য।
COPY
যারা আল্লাহ্‌র কিতাব পাঠ করে, নামায কায়েম করে এবং আমি যা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন ব্যবসা আশা কর, যাতে কখনও লোকসান হবে না। [আল-কোরআন]

উপদেশমূলক ইসলামিক স্ট্যাটাস

উপদেশমূলক ইসলামিক স্ট্যাটাস
COPY
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, আমার ওপর জুম্মার দিন বেশি বেশি দরুদ পাঠ কর। কারণ আমার উম্মতের দরুন জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। যে ব্যক্তি আমার ওপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে সে ব্যক্তি কেয়ামতের দিন সবচেয়ে আমার নিকটতম হবে।
COPY
মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয়, সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার প্রতি কদমে আল্লাহ একটি নেকী দান করেন এবং একটি করে গোনাহ মোচন করেন।
COPY
বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে। আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে।
COPY
পাপ লুকানোর চেষ্টা করে কোনোদিন সফলকাম হতে পারে না। পাপের কথা স্বীকার করে যদি কেউ তা ত্যাগ করার চেষ্টা করে তবে তার পক্ষে সফলতা লাভ করা স্বাভাবিক।
COPY
কোন ভাই যদি আপনাকে গোপনে কিছু কথা বলে চলে যাবার আগে যদি তা অন্য কাউকে বলতে নিষেধ না করেও থাকেন, তবু কথাগুলো আপনার জন্য আমানত।
উপদেশমূলক ইসলামিক স্ট্যাটাস
COPY
দরিদ্রকে দান করিলে সেই দানের জন্য একটি পুরষ্কার আছে। কিন্তু অভাবগ্রস্ত আত্নীয়-স্বজনকে দান করিলে, সেই দানের জন্য দুইটি পুরষ্কার আছে, একটি দানের জন্য, অন্যটি আত্নীয়কে সাহায্য করার জন্য।
COPY
মানুষের ভিতরে এমন একটি অংশ আছে ঐ অংশটি যদি পরিশুদ্ধ হয় তাহলে মানবদেহের পুরো অংশ পরিশুদ্ধ হয়। কিন্তু যদি ওই অংশটি নষ্ট হয়ে যায়, তাহলে মানবদেহের পুরো অংশ নষ্ট হয়ে যায়। সেই অংশটি হলো “আত্মা”।
COPY
রাসুল (সাঃ) ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে— তাকে মৃত্যু ছাড়া আর কোনো কিছু জান্নাতে যেতে বাধা দিতে পারবে না।
COPY
কখনো কখনো মানুষ আপনাকে বয়কট করবে, দূরে সরিয়ে দিবে, তবে এগুলোকে পার্সোনালি নিয়ে ভেঙ্গে পড়বেন না। কারণ আল্লাহ সুবহানাহু তা’আলা হয়তো ওদের দিক থেকে দূরে সরিয়ে তাঁর নিজের দিকেই আপনাকে ডাকছেন।
COPY
যে ব্যক্তি রুকু থেকে মাথা উঠিয়ে সামি আল্লাহ হুলিমান হামিদা বলার পর রাব্বানা লাকাল হামদ বলে। মহান আল্লাহপাক ৩০ জন ফেরেশতা দ্বারা তার জন্য সওয়াব লেখার প্রতিযোগিতা করায়।

অনুপ্রেরণামূলক ইসলামিক স্ট্যাটাস

অনুপ্রেরণামূলক ইসলামিক স্ট্যাটাস
COPY
যে ব্যক্তি কোন বিপদে পড়ে বলবে, হে আল্লাহ আমাকে আমার বিপদের প্রতিদান দিন এবং আমাকে এর চেয়ে উত্তম কিছু দান করুন। আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করবেন।
COPY
যখন তুমি কোন রাস্তা দিয়ে যাও, তখন আল্লাহ্‌র নামে জিকির করো। কেননা ওই কঠিক হাশরের দিন সেই রাস্তাটি তোমার হয়ে তোমার জন্য নালিশ করবে।
COPY
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, হারানো সন্তান খুঁজে পেলে মা যেমন খুশি হয়, তেমনি আল্লাহর পাপী বান্দা তওবা করলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন।
COPY
পৃথিবীর সবচেয়ে জটিল অংকের নাম জীবন। যে সূত্রেই প্রয়োগ করা হোক না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই আসবে।
COPY
রাসুলুল্লাহ সাঃ বলেন- আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাও, কেননা নিশ্চয়ই কবরের আজাব সত্য।
অনুপ্রেরণামূলক ইসলামিক স্ট্যাটাস
COPY
প্রত্যেক প্রাণই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমি তোমাদের ভালো ও খারাপ অবস্থা দিয়ে পরীক্ষা করি। আর আমারই কাছে তোমাদের ফিরে আসতে হবে। [আল-কোরআন]
COPY
আল্লাহই তোমাদের জীবন দান করেছেন। তিনিই তোমাদের মৃত্যু ঘটাবেন। আবার তিনিই তোমাদেরকে পুনরুত্থিত করবেন। তারপরও মানুষ অতি-অকৃতজ্ঞ।
COPY
যারা মৃত্যুকে অধিক স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য উত্তমরূপে প্রস্তুতি গ্রহণ করে তারাই সর্বাধিক বুদ্ধিমান।
COPY
মানুষ যদি মৃত ব্যাক্তির আর্তনাদ দেখতে এবং শুনতে পেত, তাহলে মানুষ মৃত ব্যাক্তির জন্য কান্না না করে নিজের জন্য কাদতো।
COPY
আমার কাছে এটা কোন বিষয় নয় যে, আমি কোথায় মরতে যাচ্ছি এবং কিভাবে যালিমরা আমার মৃত্যুদন্ড দেবে। আমিতো এতেই সন্তুষ্ট যে, আমি আল্লাহর একজন অনুগত বান্দা হিসাবে শাহাদতের পেয়ালা পান করতে যাচ্ছি।
Ishar Yulian Satriani
Entah mau ngetik apaan :v
SHARE

1 Komentar

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel